পছন্দের মাঠেই অভিষেক রাঙাতে চান নাঈম

ছবি:

নিউজিল্যান্ডে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে আসর থেকে বিদায় নিয়েছে ক্ষুদে টাইগাররা। আর সেদিনের ম্যাচটি শেষ করেই সুসংবাদ শুনলেন যুবা দলের অফস্পিনার নাঈম হাসান।
শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের বাংলাদেশ দলে ডাক পেয়েছেন তিনি, এমন সংবাদ শুনেই আনন্দে আত্মহারা হয়েছিলেন নাঈম। কেননা এটি দ্রুত টেস্ট দলে সুযোগের আশা করেননি তিনি। চট্টগ্রামে অনুশীলন শেষ করে সোমবার সাংবাদিকদের জানিয়েছেন,
"ভারতের বিপক্ষে ম্যাচের পর জানতে পারলাম, টেস্ট দলে আছি। দলের ম্যানেজারের কাছ থেকে খবরটা পেয়েছিলাম। ম্যাচ হারার পর মন খারাপ থাকলেও ভালো লাগছিল একটু হলেও।

"আশা করিনি এত তাড়াতাড়ি জাতীয় দলে সুযোগ পাবো! ভেবেছিলাম বিশ্বকাপ শেষ হলে মিরাজ ভাইয়ের মতো জাতীয় দলে ডাক পাবো, কিন্তু অনেক আগেই সেটা হয়ে গেল।"
এদিকে নাঈম হাসানের ঘরের মাঠ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। চট্টগ্রাম টেস্টেই হয়তো অভিষেক হচ্ছে তার। আর সেটা হলে দারুণ হবে নাঈমের জন্য। কেননা, জাতীয় লীগ বা বিপিএলের শুরুটাও এই স্টেডিয়ামে করেছেন নাঈম।
"জাতীয় লিগ, বিপিএলের অধিকাংশের শুরুই আমার এই মাঠে। যদি সুযোগ পাই তাহলে নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করব। দল আমার কাছ থেকে কী চাইছে সেটা এখনও বলা হয়নি। যেভাবে দল চায় সেভাবেই বোলিং করব। একই জায়গায় বল ফেলার চেষ্টা থাকবে।"