যেসব চ্যানেলে দেখা যাবে ত্রিদেশীয় সিরিজের খেলা

ছবি:

আগামী ১৫ই জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রিদেশীয় সিরিজ। আসন্ন এই সিরিজের সব কয়েকটি খেলা সরাসরি সম্প্রচার করবে দেশি এবং বিদেশি বেশ কয়েকটি চ্যানেল।
দেশি চ্যানেলের মধ্যে খেলা প্রচার করবে গাজী টিভি (জিটিভি) ও বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এছাড়া বেশ কয়েকটি বিদেশী চ্যানেলও সরাসরি সম্প্রচার করবে এই সিরিজ।
এক নজরে চ্যানেলের নাম গুলো দেখে নিনঃ-
বাংলাদেশঃ গাজী টিভি (জিটিভি), বিটিভি।।

শ্রীলঙ্কাঃ এমটিভি স্পোর্টস।।
ভারতঃ সনি সিক্স, সনি সিক্স এইসডি।।
পাকিস্তানঃ জিও সুপার।।
অস্ট্রেলিয়াঃ ফক্স স্পোটর্স।।
মধ্যপ্রাচ্য দেশঃ অলবির্ট শোটাইম নেটওয়ার্ক।
যুক্তরাষ্ট্রঃ ইএসপিএন।।
দক্ষিণ অাফ্রিকাঃ সুপার স্পোটর্স।।
যুক্তরাজ্যঃ প্রিমিয়ার স্পোর্টস , স্কাই স্পোটর্স।।
আয়ারল্যান্ডঃ সান্দ্রা স্পোর্টস।।