সুযোগের সদ্ব্যবহার করতে মুখিয়ে সুজন

বাংলাদেশ
সুযোগের সদ্ব্যবহার করতে মুখিয়ে সুজন
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

দীর্ঘদিন ধরেই জাতীয় দলের কোচ হওয়ার স্বপ্ন বুনছিলেন খালেদ মাহমুদ সুজন। এমনকি আসন্ন ত্রিদেশীয় সিরিজে অন্তর্বর্তীকালীন কোচ হয়েই গিয়েছিলেন প্রায়! তবে শেষ পর্যন্ত তা হননি। 

তবে আনুষ্ঠানিকভাবে সেই পদবীতে না থাকলেও আসন্ন দুটি সিরিজে দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে রাখা হয়েছে তাকে। অর্থাৎ জাতীয় দলের 'অঘোষিত' কোচই বলা যায় তাকে। 

আর তাই সুযোগ পেয়ে নিজেকে প্রমাণের জন্য মুখিয়ে আছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। যে সুযোগটি পেয়েছেন তার শতভাগ কাজে লাগাতে চান তিনি।

সময় টিভিকে জানিয়েছেন, "আমার জন্য ব্যাপারটা অনেক চ্যালেঞ্জিং। প্রথম বারের মতো এরকম একটা বড় দায়িত্ব। আমি মনে করি এটা আমার জন্য একটা সুযোগ। এখন সদ্ব্যবহারের সময়।"

এদিকে গেলো বছর দেশের মাটিতে কোনো ওয়ানডে খেলা হয়নি বাংলাদেশের। আর নতুন বছরে ত্রিদেশীয় ওয়ানডে দিয়েই মিশন শুরু করছে তারা। তবে এসব নিয়ে ভাবনা নেই সুজনের, শিরোপার দিকে চোখ তার। 

"আমরা যদি ঢাকার মাঠে বড় বড় দলগুলোর বিপক্ষে জিততে পারি, ইংল্যান্ডকে হারিয়েছি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতেছি, ভারতের বিপক্ষে জিতেছি। শ্রীলঙ্কা ভালো দল তারপরেও টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হতে পারবো বলেই প্রত্যাশা।"

আরো পড়ুন: this topic