আঠারো সালকেও পাখির চোখ করছেন তামিম

বাংলাদেশ
আঠারো সালকেও পাখির চোখ করছেন তামিম
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

২০১৭ সালটি টাইগার ওপেনার তামিম ইকবালের জন্য ছিল অবিস্মরণীয়। বিদায়ী হতে যাওয়া বছরে দারুণ খেলেছিলেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি ছাড়াও অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৫ রান ছিল তার।

সবমিলিয়ে ১২ টি ওয়ানডেতে ১১ ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৬৪.৬০ গড়ে ৬৪৬ রান করেছেন দেশসেরা এই ওপেনার। দুটি সেঞ্চুরি ছাড়া পাঁচটি হাফসেঞ্চুরিও ছিল তার ব্যাটে। আর তাই নতুন বছরেও নিজের ব্যাটিং সাফল্য ধরে রাখতে উদগ্রীব তামিম। 

আর একারণে মানসিকভাবে এগিয়ে থাকাটাই মূলমন্ত্র হিসেবে মানছেন তিনি। রবিবার দিন হোম অফ ক্রিকেট শের-ই-বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তামিম ইকবাল জানিয়েছেন,

"২০১৭ অনেক ভালো ছিল আমার জন্য। বিশেষ করে ওয়ানডে ফরমেটে। ইচ্ছা থাকবে, ফর্মটা ধরে রাখার। আর যখন কেউ ভালো খেলে, তখন সে মানসিকভাবেও অনেক ভালো থাকে। সামনে যে সিরিজ আছে, সেখানে এই মানসিকতা নিয়েই খেলব।"

অর্থাৎ, নতুন বছরে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজ এবং শ্রীলঙ্কা সিরিজ থেকেই নিজের ব্যাটিং ফর্ম কাজে লাগাতে চান তিনি। একইসাথে দলের অন্যান্য সিনিয়রদেরও পারফর্ম করার কথা মনে করিয়ে দিলেন তিনি।

"আসলে এটা এখন আর বলার দরকার হয় না। এটা আমরা নিজেরাও বুঝি। আমরা ৪-৫ জন যারা আছি, তারা প্রায় ১০ বছরের মতো খেলে আসছি। দুইশ-এর উপর ম্যাচও খেলে ফেলেছি সব ফরমেট মিলিয়ে। স্বাভাবিকভাবেই দায়িত্বটা আমাদের ওপরই আসবে।"

ছবিঃ- ইন্টারনেট

আরো পড়ুন: this topic