নিজেদের শুধরে নিতে চান তামিম

ছবি:

২০১৭ সালে বেশ কিছু সুযোগ হাতছাড়া করলেও নতুন বছর থেকে আর সেইসব সুযোগ হাতছাড়া হবেনা বলে মনে করছেন টাইগার ওপেনার তামিম ইকবাল খান।
রবিবার সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে এসব জানিয়েছেন তিনি। একইদিনে বিদায়ী হতে যাওয়া বছরে টাইগারদের সাফল্যের কথাও তুলে ধরেছেন তিনি। সাংবাদিকদের জানিয়েছেন,
"শেষ বছর সফলতা ছিল। কিন্তু আমরা হয়তো আরো ভালো করতে পারতাম। শ্রীলংকায় আমরা সিরিজ ড্র করেছি, সেটা জিততে পারতাম। হয়তো ছোট ছোট ভুল হয়েছে। তেমনি সফলতাও আছে। ইংল্যান্ডকে হারানো, ট্রাই সিরিজে নিউজিল্যান্ডকে হারানো।

সব মিলিয়ে ভালোই ছিল। আমরা হয়তো ১০-১৫ ভাগের জন্য কিছু সাফল্য মিস করেছি। আশা করবো, নতুন বছরে এই ১০-১৫ ভাগও মিস হবে না, আরও ভালো কীভাবে খেলা যায় তা নিয়ে কাজ করতে পারবো।"
একইসাথে দলের তরুণদের প্রশংসাও ভেসে আসে তামিমের কণ্ঠে। মোসাদ্দেক, মিরাজদের সক্ষমতায় বিশ্বাস করেন তিনি। বছরের শেষ দিনে এসে ভক্ত সমর্থকদের কাছে দোয়াও চেয়েছেন তিনি।
"আমার মনে হয়, যে এগারো জন থাকবে তারা ভালো কিছুই করবে। আর তরুণরা অনেক ভালো করছে এবং করার ক্ষমতা রাখে। আমরা যদি টিম হিসেবে খেলি, তাহলে দেখা যায় আমাদের ফলাফলও ভালো থাকে। আমার ফ্যানদের বলবো, আমার জন্য দোয়া করতে; যেন আগামী দিনগুলোতে আমি আরো সফল হই।'
ছবিঃ- ইন্টারনেট