চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাশার

ছবি:

আসন্ন ত্রিদেশীয় সিরিজ এবং শ্রীলঙ্কা সিরিজের প্রাথমিক দল ঘোষণা করা হবে আগামী ২৪ই ডিসেম্বর। তিনটি ফরম্যাটেই নাকি আলাদা আলাদা দল করা হবে। এরপরে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে প্রাথমিক দল থেকেই চূড়ান্ত দল ঘোষণা করা হবে।
আর সারা বছরের ঘরোয়া ক্রিকেটে ক্রিকেটাররা পারফর্ম করায় স্বস্তিতে আছে নির্বাচকরা। অন্তত নির্বাচক হাবিবুল বাশার সুমনকে দেখা গেলো স্বস্তিতে। তার মতে, দল নির্বাচন যত কঠিন হবে, ততই ক্রিকেটের প্রতিযোগিতা বাড়বে।
শুক্রবার যমুনা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, "আমি খুবই খুশি। কেননা ব্যাটসম্যানরা রান করছে। আর তাই আমাদের চিন্তা করার জায়গা বেড়ে গিয়েছে। আমরাও চাই ক্রিকেটার নির্বাচন একটু কঠিন হোক।

সহজ কোনো নির্বাচন যেন না হয়। অটোমেটিক চয়েস আমরা কখনোই চাইনা। আমরা চাই প্রতিযোগিতা হোক। যেন সেখান থেকে আমরা সেরাদের বের করে আনতে পারি।"
একইদিনে দল ঘোষণা করতে দেরি করার কারণও ব্যাখ্যা করেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। ক্রিকেটারদের সারা বছরের পারফর্মেন্স মূল্যায়ন করতেই মূলত সময় নিচ্ছেন তারা।
"বিপিএলে কিছু পারফর্মেন্স আমরা দেখেছি। এর আগে যে জাতীয় লীগ চলছিল সেখানের কিছু পারফর্মেন্সও আমরা দেখেছি। এছাড়া এইচপি বা 'এ' দলের পারফর্মেন্সও আমরা দেখেছি। এজন্যই আমরা প্রাথমিক দল গঠনের জন্য সময় নিচ্ছি।"