'মিডিয়ায় কথা বলার উপর কোর্স করছি'

বাংলাদেশ
'মিডিয়ায় কথা বলার উপর কোর্স করছি'
Author photo
তামজিদুর রহমান
· ১ মিনিট পড়া

গত দক্ষিণ আফ্রিকা সফর চলাকালীন সময়ে মিডিয়ার সামনে বেশ কয়েকটি বেফাঁস মন্তব্য করে বিপাকে পড়েছিলেন টাইগারদের সদ্য বিদায়ী টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। আর তাঁর মন্তব্যে স্বাভাবিকভাবেই বেশ ক্ষিপ্ত ছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  

পরবর্তীতে মুশফিককে নিয়ে ব্যাপকভাবে সমালোচনা হয় গণমাধ্যমে। সাংবাদিকদের নানা প্রশ্নের সম্মুখীনও হতে হয় তাঁকে। শুধু দক্ষিণ আফ্রিকা সফরেই নয়, গত অস্ট্রেলিয়া সিরিজের সময়েও বেফাঁস মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন মুশি। 

এসকল কারণেই কিনা গণমাধ্যমকে বরাবরই এড়িয়ে চলেন সাবেক এই টাইগার অধিনায়ক। সোমবার আবারো গণমাধ্যমের কাছ থেকে নিজেকে আড়াল করেছেন তিনি।

এদিন রাজধানীর মিরপুরে একটি রেস্টুরেন্ট উদ্বোধন করতে এসেছিলেন মুশি। সেখানে তাঁর বক্তব্য শোনার জন্য আগে থেকেই অপেক্ষায় ছিলেন সাংবাদিকেরা।

যথা সময়ে রেস্টুরেন্টের উদ্ধোধনী কাজ সম্পন্ন করে বের হয়ে অপেক্ষারত সাংবাদিকদের কোনও কথা বলারই সুযোগ দেননি মুশফিক। বরং একটি হাসি উপহার দিয়ে খালি বলেছেন, 'মিডিয়ায় কথা বলার উপর কোর্স করছি, তারপর কথা বলবো।'

মুশফিকের এই কথার মাধ্যমেই বোঝা যায় সাংবাদিকদের এড়িয়ে চলাটাকেই এখন শ্রেয় মনে করছেন তিনি। উল্লেখ্য এর আগে বিপিএল চলাকালীন চট্টগ্রামে একটি জুতার কোম্পানির প্রমোশোনাল প্রোগ্রামে অংশ নিয়েও সাংবাদিকদের সাথে কথা বলেননি সদ্য সাবেক এই টাইগার দলপতি। 

আরো পড়ুন: this topic