শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে থেকে এগিয়ে বাংলাদেশ?

ছবি:

জানুয়ারিতেই শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ, যেখানে শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়েকে আতিথ্য দেবে বাংলাদেশ। এই তিন জাতির সিরিজকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা। কেননা হেড কোচ ছাড়াই এই সিরিজে ভালো পারফর্ম করতে মুখিয়ে আছে বাংলাদেশ।
তবে বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল মনে করেন, ত্রিদেশীয় সিরিজে হট ফেভারিট হিসেবেই মাঠে নামবে সাকিব-মাশরাফিরা। মিডিয়ার সামনে তিনি জানিয়েছেন,
"বাংলাদেশ তো ফেভারিট টিম। হোম থেকে বলেন কিংবা সাম্প্রতিক খেলা বলেন, কিংবা পারফরম্যান্স বিচারে, তাতে বাংলাদেশ অবশ্যই ফেভারিট। আমাদেরকে ভালো ক্রিকেট খেলতে হবে।
ধারাবাহিক খেলতে হবে। সিরিজ শুরুর আগে দুর্বল জায়গা নিয়ে কাজ করতে হবে এবং ভালো ক্রিকেট খেলতে হবে। বিশেষ করে এই টুর্নামেন্টটা। যেহেতু আমরা ফেভারিট, সেহেতু আমাদের ওভাবেই খেলতে হবে।"

একইসাথে ২০১৭ সালে টাইগারদের কিছু পারফর্মেন্সে উচ্ছ্বসিত হতে দেখা যায় আইসিসির এই কর্মকর্তাকে। টাইগারদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মিডিয়াকে তিনি জানিয়েছেন,
"আমরা তো সব দিক থেকেই উন্নতির শিখরে যাচ্ছি এবং এটি তারই একটা অংশ। ক্রিকেটের মধ্য দিয়ে আমরা বিশ্বের কাছে পরিচিত পাচ্ছি। আমরা স্বাধীন বাংলাদেশের ক্রিকেট দলের সদস্য। এটা একটা বড় ব্যাপার।
আমাদের ক্রিকেট যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে বেশি দিন লাগবে না, শিখরে যেতে। আমরা বড় বড় দুটা আইসিসি টুর্নামেন্টে একটার কোয়াটার এবং আরেকটার একটি সেমিফাইনাল খেলেছি। ইনশাল্লাহ আমরা সামনে ফাইনাল খেলবো।"
এদিকে গত শনিবার ১৬ই ডিসেম্বর উপলক্ষে বিজয় দিবস ক্রিকেট আসরের আয়োজন করে বিসিবি। সেখানে বুলবুল এবং আকরাম খানের নেতৃত্বে দুটি দলে ভাগ হয়ে খেলেন সাবেক ক্রিকেটাররা। এই ধরণের উদ্যোগকে স্বাগত জানিয়ে বুলবুল জানিয়েছেন,
"বিসিবিকে ধন্যবাদ দেয়া উচিত যে, তারা এ ধরনের একটা ম্যাচ সবসময় আয়োজন করে থাকে। এর মধ্য দিয়ে তারা শ্রদ্ধা জানাচ্ছে আমাদের শহিদদের। হয়তো আমরা নামে খেলছি শহিদ মোস্তাক এবং শহিদ জুয়েল ইলেভেনে।
কিন্তু আমরা খেলছি সকল শহিদদের জন্য। আসলে শহিদ যারা ক্রিকেটার ছিলেন বা সম্পৃক্ত ছিলেন, তাদের সম্মান জানানোর জন্য সময় এসেছে। অবশ্যই এই ধরণের আয়োজন প্রশংসনীয়।"