সঙ্গে মাহমুদুল্লাহ থাকায়, নেতৃত্ব সহজ হবে সাকিবের

ছবি:

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে মুশফিকুর রহীমের অধিনায়কত্ব যুগের সমাপ্তি হয়েছে। তার বদলে অধিনায়ক করা হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। সেই সঙ্গে সাকিবের সহকারী করা হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে।
রিয়াদকে সহকারী হিসেবে পেয়ে উচ্ছ্বসিত সাকিব। সোমবার মিরপুর একাডেমি মাঠে অনুশীলনের ফাঁকে সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে সাকিব জানিয়েছেন, অধিনায়ক না থাকলেও তারা একসাথেই বিভিন্ন সিদ্ধান্ত নেন। তবে এবার কাজটা আরও সহজ হবে বলে মনে করেন এই টেস্ট দলপতি।

সাকিবের ভাষ্যমতে, "আমরা বেশ কয়েকজনই আছি, যারা দলের নেতা। এবং যে কোনো সিদ্ধান্তই আমরা একসঙ্গে মিলেই নেই। কেউ অধিনায়ক থাক বা না থাক, সেটা ব্যাপার নয় যখন আমরা মাঠে খেলতে নামি। সবার সাহায্যই দরকার হবে। আর রিয়াদ ভাই তো কয়েক বছর ধরেই বিপিএলে ভালো অধিনায়কত্ব করছে। নেতৃত্বগুণ উনার ভেতর অনেক আগে থেকেই আছে। আমার কাছে মনে হয়, আমার জন্য কাজটি সহজ হবে।"
আগের বারের নেতৃত্বের সময় প্রায় প্রতিটি সিরিজেই ওয়ান ম্যান শো দেখাতেন সাকিব। এখন দলে অনেক পারফর্মার। সবাই মিলে এবার ভালো করলে দলের জন্যও তা ভালো হবে বলে মনে করেন তিনি। তাছাড়া, খেলোয়াড়রা পারফর্ম করলে অধিনায়কের কোনো কাজই নেই বলে জানিয়েছেন সাকিব।
এই প্রসঙ্গে তিনি বলেন, "অবশ্যই কাজটা সহজ হবে। এখন বেশির ভাগ ক্রিকেটাররাই প্রায় সবসময় পারফর্ম করছে। ক্রিকেটাররা যখন পারফর্ম করে, অধিনায়কের ওরকম কোনো কাজই থাকবে না। আশা করি সবাই মিলে ভালো করবে। সবাই মিলে ভালো করলেই দল ভালো করবে।"
সাকিবের কাছে টেস্ট অধিনায়কত্ব নতুন কিছু নয়। ২০০৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত নয়টি টেস্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন এই অলরাউন্ডার। ২০১১ সালের আগস্টে জিম্বাবুয়ে সফরের ব্যর্থতার দায় কাঁধে নিয়ে, মুশফিকুর রহিমের কাছে নেতৃত্ব হারাতে হয়েছিল তাকে। এবার তার কাছ থেকেই অধিনায়কত্বের দায়িত্ব ফিরে পেলেন সাকিব।