বাংলাদেশে শেষ, বাংলাদেশেই শুরু

ছবি:

আগামী মাসেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আর এই সিরিজ দিয়ে নতুন আরেকটি অধ্যায় শুরু করতে যাচ্ছেন সদ্য বিদায়ী টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কার কোচ হিসেবে হাথুরুর নাম ঘোষণা করে দিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের ২০ তারিখ থেকেই শ্রীলঙ্কা দলের কোচ হিসেবে নতুন মিশন শুরু করবেন তিনি। সুতরাং বলা যায় বাংলাদেশকে দিয়েই প্রথম অ্যাসাইনমেন্টে মাঠে নামবেন হাথুরু।

সূত্র : এএফপি, ক্রিকইনফো