নিকট ভবিষ্যতে চোখ মাশরাফির

ছবি:

ঢাকা গ্লাডিয়েটরসের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) শুরুর দুই আসরের শিরোপা জিতেছিলেন মাশরাফি বিন মর্তুজা। এরপরে বিপিএলের তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়েও শিরোপা নিয়েছেন তিনি।
বিপিএলের চতুর্থ আসর হয়তো বাকীগুলোর তুলনায় খারাপ গিয়েছে, তবে বিপিএলের পঞ্চম আসরে এসে রংপুর রাইডার্সের হয়ে আবারো ভেল্কি দেখাতে শুরু করেছেন মাশরাফি। কোয়ালিফায়ার আর ফাইনালের বাঁধা টপকে এবার কি তবে নিজের চতুর্থ শিরোপা হাতে নেবেন তিনি?
তবে এসব বিষয়ে বিশেষ ভাবনা নেই মাশরাফির। বরঞ্চ শুধুমাত্র পরবর্তী ম্যাচ নিয়েই ভাবছেন তিনি। খুলনা টাইটান্সকে হারানোর পরে সাংবাদিকদের সামনে জানিয়েছেন, "এত দূর ভাবছি না। কারণ, একটা দল চালাতে গেলে ভারসাম্যটা খুব গুরুত্বপূর্ণ।

আমরা যদিও এই পর্যন্ত এসেছি ভারসাম্য নিয়ে কিন্তু সংগ্রাম করেছি। একটা ভালো দল শুধু নাম দিয়েই হয় না ভারসাম্যটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যেভাবে খেলেছি কিছু কিছু দিনে গুরুত্বপূর্ণ সময়ে কেউ একজন এগিয়ে এসেছে বলে আমরা এত দূর আসতে পেরেছি।
পরের দুই ম্যাচের কথা আমি বলবো না, পরের ম্যাচটা নিয়ে ভাবছি। সম্ভব টুর্নামেন্টের সেরা দুই দলের একটির বিপক্ষে আমাদের খেলতে হবে। পরের ম্যাচটা দুই দলের জন্যই সমান। যারা নার্ভ ধরে রাখতে পারবে তারাই সুবিধা পাবে।"
একইসঙ্গে এসব অর্জনকে 'ভাগ্য' হিসেবেই মানতে পছন্দ করেন তিনি। সাংবাদিকদের এই প্রসঙ্গে জানিয়েছেন, "এই উইকেটে আপনি কখনও জানেন, কী হতে পারে। এখানে সব সময় দ্বিধা থাকে।
আর খুলনার যে বোলিং অ্যাটাক, আপনি যদি পুরো টুর্নামেন্টের দিকে তাকান- সর্বোচ্চ উইকেট সংগ্রাহক আছে, স্পিনারও ভালো। দ্বিধা তো অবশ্যই ছিল। আবারও ক্রিস গেইলের দিনে সে ম্যাচ একাই জিতিয়ে দিতে পারে। সেটা আজকেও (শুক্রবার) আবার সে প্রমাণ করেছে।"