সাকিব-তামিমদের বিকল্প পাওয়া কঠিন: জয়াবর্ধনে

ছবি:

একসময় শ্রীলঙ্কা ক্রিকেট দলের অন্যতম ব্যাটিং ভরসার নাম ছিল সাঙ্গাকারা-জয়াবর্ধনে জুটি। অনেক বছর একসাথে পারফরমেন্স করার পর। প্রায় একই সময়ে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন দুজনে। তার পর থেকেই একটা কঠিন সময় পার করছে শ্রীলঙ্কা।
এই দুই কিংবদন্তির বিদায়ের প্রায় দুই বছর হয়ে গেলেও লঙ্কানরা সেই কঠিন সময় কাটিয়ে উঠতে পারেনি। একই পরিস্থিতে পড়তে পারে বাংলাদেশ দলও। কারণ, টাইগারদের বর্তমান পারফরর্মারদের মধ্যে সাকিব-তামিম-মুশফিক-মাহমুদুল্লাহদের আগমন প্রায় একই সময়ে।
তাদের বিদায়টাও যদি একই সময়ে হয় তবে কি হবে বাংলাদেশের ক্রিকেটের? এর উত্তর দিতে পারেননি লঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনেও। তিনি জানিয়েছেন সেই সময়ের জন্য অপেক্ষা করতে হবে। তাছাড়া, এই কঠিন পরিস্থিতি মোকাবেলার জন্য পরিকল্পনা হাতে নেয়াও জরুরি বলে মনে করেন তিনি।

জয়াবর্ধনের ভাষ্যমতে, "জানি না কি হবে। অপেক্ষা করতে হবে। অনেক তরুণ খেলোয়াড় আছে। হাতে সময়ও আছে। এই খেলোয়াড়দের একটা সময় খেলা তো ছাড়তেই হবে। তখন কারা দলকে এগিয়ে নেবে, সেটার পরিকল্পনা থাকবে নিশ্চই।"
সাকিব-তামিমদের প্রশংসাও করেছেন এই লঙ্কান কিংবদন্তি। তিনি মনে করেন এই তারকাদের বিকল্প পাওয়া খুব কঠিন হবে, "তারা সবাই দুর্??ান্ত খেলোয়াড়। তাদের বিকল্প পাওয়া কঠিন। তবে এই বিপিএলে যেসব প্রতিভাবান খেলোয়াড় দেখছি, নিশ্চিত ভবিষ্যতে তারা জাতীয় দলকে এগিয়ে নিতে পারবে।"
শ্রীলঙ্কার মতো কঠিন পরিস্থিতিতে পড়তে না হতে চাইলে বিসিবিকে ঘরোয়া ক্রিকেটের কাঠামো শক্তিশালী করার পরামর্শ দিয়েছেন জয়াবর্ধনে, "ঘরোয়া প্রথম শ্রেণীর কাঠামো খুব শক্তিশালী হতে হবে। তৃণমূল পর্যায়ে অনেক ক্রিকেটার তৈরি করতে হবে। 'এ' দল হাই পারফরমেন্স দলগুলোর মাধ্যমে তাদের বিকাশের সুযোগ দিতে হবে।"
সূত্রঃ প্রথম আলো