চার বিদেশীর সাথে একাই লড়ছেন রিয়াদ

বাংলাদেশ
চার বিদেশীর সাথে একাই লড়ছেন রিয়াদ
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া

চলছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) পঞ্চম আসর। ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে গ্রুপ পর্বের মোট ৩৪টি ম্যাচ। সিলেট এবং ঢাকার প্রথম পর্বের পর বুধবার শেষ হয়েছে চট্টগ্রাম পর্ব।

চট্টগ্রাম পর্ব শেষে দুই দিন পরই শুরু হবে ঢাকা পর্বের খেলা। ঢাকা পর্ব শুরুর আগে এখন পর্যন্ত ব্যাট হাতে দাপট দেখাচ্ছেন বিদেশীরা। তবে বিদেশী ব্যাটসম্যানদের ভালো ভাবেই টক্কর দিচ্ছেন খুলনা টাইটান্সের দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ।

এখন পর্যন্ত বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান ইংলিশ অলরাউন্ডার বোপারা। রংপুরের জার্সিতে মোট ৯ ম্যাচে দুটি হাফসেঞ্চুরি সহ ৩২২ রান করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান।

এর পরেই অবস্থান করছেন ঢাকা ডাইনামাইটসের বিধ্বংসী ওপেনার এভিন লুইস। রোপারার চেয়ে দুই রান কম অর্থাৎ ৩২০ রান করে দ্বিতীয় স্থানে আছেন এই বাঁহাতি ওপেনার। তৃতীয় স্থানে থাকা লুক রঞ্চির সংগ্রহ ২৭৩ রান।

চতুর্থ স্থানে একমাত্র বাংলাদেশী হিসেবে আছেন খুলনা টাইটান্সদের দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ। ৯ ম্যাচে দুটি হাফসেঞ্চুরির সাহায্যে ২৬৩ রান দিয়ে চতুর্থ স্থানে আছেন এই টাইগার ব্যাটসম্যান। 

আর এই তালিকায় সবার নীচে অর্থাৎ পঞ্চম স্থানে অবস্থান সিলেট সিক্সার্সের ওপেনার আন্দ্রে ফ্লেচারের। দল ব্যর্থ হলেও দলের পক্ষে নিয়মিত রান করছেন তিনি। সিলেটের জার্সিতে ২৬০ রান করেছেন এখন পর্যন্ত তিনি। 

আরো পড়ুন: this topic