‘মুখ আছে, যা ইচ্ছে বলতে পারে’, অশ্বিনের মন্তব্যের জবাবে সাকিব

বাংলাদেশ
‘মুখ আছে, যা ইচ্ছে বলতে পারে’, অশ্বিনের মন্তব্যের জবাবে সাকিব
তানজিম হাসান সাকিব ও রবিচন্দ্রন অশ্বিন
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
এশিয়া কাপে শিরোপা জয়ের স্বপ্ন নিয়েই খেলতে গেছে বাংলাদেশ। তবে অনেক ভারতীয় ক্রিকেট বিশ্লেষকই বাংলাদেশকে গোনায় ধরছেন না। অনেকেই মনে করেন পরের রাউন্ডে যাওয়ার সামর্থ্যও নেই বাংলাদেশের। এমন ধ্যান ধারণায় এক ধাপ এগিয়ে ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন।

বাংলাদেশ দল নিয়ে নাকি বলার মতো কিছু পাচ্ছেন না তিনি। মূলত বাংলাদেশের সামর্থ্য নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। অবশ্য সাবেক এই ভারতীয় ক্রিকেটারের মন্তব্য পাত্তা দিচ্ছেন না তানজিম হাসান সাকিব। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে এই বাংলাদেশি পেসার জানিয়েছেন, যার যা ইচ্ছে বলতে পারেন। কারো কথা আঁটকে রাখার কোনো সুযোগ নেই।

তানজিম বলেন, ‘আপনি কারও মুখ আটকে রাখতে পারবেন না। আমার মুখ আছে, আমি যা ইচ্ছা তা–ই বলতে পারব। বিশেষ করে যারা চুক্তির মধ্যে নেই। কে কী বলল না বলল, এগুলোয় আসলে কিছু আসে–যায় না।’

এর আগে গত বৃহস্পতিবার অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে এশিয়া কাপের দলগুলো নিয়ে বিশ্লেষণ করতে এক পর্যায়ে বাংলাদেশ দল প্রসঙ্গে বলেন, ‘বাংলাদেশ নিয়ে কী বলব, সেটাই তো জানি না। বোলিংয়ে কিছুটা সামর্থ্য আছে, কিন্তু ব্যাটিংয়ে লিটন ছাড়া কোনো ক্লাস দেখছি না।’

অবশ্য অশ্বিনের এই টিকা-টিপ্পনী পেছনে ফেলে হংকংয়ের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। তবে পরের রাউন্ডে যেতে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দুটি বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। লঙ্কানদের বিপক্ষে নিজেদের সেরা ক্রিকেট খেলার আশ্বাস দিয়েছেন তানজিম।

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি। এখানে একটা লক্ষ্য নিয়ে এসেছি। আমরা আমাদের সেরাটা খেলব। এখন আমাদের বড় দল বলল, ছোট দল বলল, ওটা আসলে দেখার কোনো সময়ই নেই।’

আরো পড়ুন: তানজিম হাসান সাকিব