ব্যাট হাতে বড় সংগ্রহের পর বল হাতেও দারুণ শুরু করে বাংলাদেশ 'এ' দল। ১৩ ওভারের মধ্যেই নেপালের ৬ উইকেট তুলে নেয় বাংলাদেশ। 'এ' দলের বোলারদের মধ্যে টানা দুই বলে ২ উইকেটসহ ৩ নেন রাকিবুল হাসান। দুটি উইকেট নেন হাসান মাহমুদ। একটি করে উইকেট নেন রিপন মন্ডল ও তোফায়েল আহমেদ। যদিও কুশাল ভুর্তেলকে ফিরিয়ে শুরুতে উইকেট এনে দেন হাসান।
এরপর আরেক ওপেনার আসিফ শেখকে আউট করেন তোফায়েল। বাহাদুর বাম আউট হয়েছেন রাকিবুলের বলে। নেপাল অধিনায়ক রোহিত পাওডেলকে টিকতে দেননি রিপন। এরপর দীপেন্দ্র সিং আইরে ১ রান করে ফেরেন রাকিবুলের ঘূর্ণিতে এলবিডব্লিউ হয়ে। ফলে ৮৬ রানের মধ্যে ৫ উইকেট হারায় তারা।
পরের বলেই গুলশান ঝাওকেও এলবিডব্লিউ করে আউট করেন রাকিবুল। নেপালের এই ব্যাটার রানের খাতাই খুলতে পারেননি। শেষদিকে ৬ বলে ৬ রান করা কেসি কার্টিকে ফেরান হাসান। এরপর নেপালকে আর কোনো উইকেট হারাতে দেননি কুশাল মাল্লা। তিনি অপরাজিত থাকেন ৪৭ বলে ৫৯ রান করে। আর নান্দান যাদব অপরাজিত ছিলেন ১৪ রান করে।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছেন জিসান ও নাইম। তাদের দুজনের ব্যাটে শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিংয়ে দ্রুত রান তুলতে থাকেন। কারান কেসির করা ইনিংসের প্রথম ওভারেই এসেছে ১৬ রান। ডানহাতি পেসারের পরের ওভারে ১৪ রান দিয়েছেন। দুর্দান্ত ব্যাটিংয়ে ৫.২ ওভারে জুটির পঞ্চাশ পূরণ করেছেন তারা। যদিও পাওয়ার প্লের শেষ ওভারে আউট হতে পারতেন জিসান।
দীপেন্দ্র সিংয়ের লেংথ ডেলিভারিতে সুইপ করার চেষ্টায় টপ এজ হয়ে মিড অনে ক্যাচ দিয়েছিলেন ডানহাতি এই স্পিনার। খানিকটা দৌড়ে গেলেও ক্যাচ নিতে পারেননি তিনি। ফলে ২৬ রানে জীবন পান জিসান। দুই ওপেনারের ব্যাটে বিনা উইকেটে ৫৩ রান তুলেছে বাংলাদেশ ‘এ’ দল। পাওয়ার প্লে শেষে নাইমের বিদায়ে ভাঙে জিসানের সঙ্গে ৬২ রানের উদ্বোধনী জুটি। সন্দীপ লামিচানের লেংথ ডেলিভারিতে সুইপ করতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়েছেন নাইম। ১৮ বলে ২৫ রান করেছেন তিনি।
নাইম ফেরার একটু পর কুশালকে লং অফ দিয়ে চার মেরে ৩৩ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন জিসান। দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরি করার সুযোগও ছিল ডানহাতি এই ওপেনারের সামনে। তবে সেঞ্চুরির আগে ৪৬ বলে ৭৩ রানের ইনিংস খেলে আউট হয়েছেন তিনি। চারটি চারের সঙ্গে পাঁচটি ছক্কা মেরেছেন জিসান। আগের ম্যাচে হাফ সেঞ্চুরি করলেও নেপালের বিপক্ষে ১১ রানে আউট হয়েছেন সাইফ। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কন।
অন্যপ্রান্তে আগলে রেখে দ্রুত রান তুলেছেন আফিফ। ৯ চারে ২৩ বলে অপরাজিত ৪৮ রানের ক্যামিও ইনিংস খেলেছেন বাঁহাতি এই ব্যাটার। জিসান ও আফিফের ব্যাটেই শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৮৩ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। নেপালের হয়ে রিজান ধীকাল দুইটি উইকেট পেয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন কারান, লামিচানে ও নন্দন যাদব।