ফাইনালের আগে আজিজুলের অলরাউন্ড নৈপুণ্যে জিতল বাংলাদেশ

ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট

এই ম্যাচেই আগে ব্যাট করে ৬ উইকেটে ২৮৪ রান করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জবাবে খেলতে নেমে মাত্র ১২৪ রানে অল আউট হয় স্বাগতিক জিম্বাবুয়ে। ফলে ১৬০ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের এই বড় জয়ে অধিনায়ক তামিম রেখেছেন বড় অবদান।
আফগানিস্তানের এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে ২২ ক্রিকেটার
৫ আগস্ট ২৫
ব্যাট হাতে ৩৪ রানের পর বল হাতেও ৩ উইকেট তুলে নিয়েছেন তিনি। পাশাপাশি ৩টি উইকেট নিয়েছেন রিজন হোসেন। দুটি উইকেট নেন শাহরিয়ার আল আমিন। তাতেই গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস খেলেন বেনি জুজে। আর ৩০ রান এসেছে মাইকেল ব্লিংআউট।

এর বাইরে দুই অঙ্কে যেতে পেরেছে কেবল মার্শাল মাশাভা। এদিন টসে হেরে আগে ব্যাটিংয়ে নামতে হয়েছিল বাংলাদেশের যুবাদের। ওপেনিং জুটিতে বড় সংগ্রহ পায়নি বাংলাদেশ। দলীয় ৭ রানেই আউট হয়ে যান জাওয়াদ আবরার। এই ওপেনার ফেরেন মাত্র ৫ রান করে।
দ্বিতীয় উইকেটে অধিনায়ক তামিমকে সঙ্গে নিয়ে ১১২ রানের জুটি গড়েন ওপেনার রিফাত বেগ। মূলত এই জুটিতে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় বাংলাদেশের যুবারা। সেঞ্চুরির আশা জাগিয়ে রিফাত আউট হন ৭৭ রান করে। আর অধিনায়ক তামিম ফেরেন ৩৪ রান করে।
এরপর বাংলাদেশের ব্যাটারদের মধ্যে আর কেউই বড় সংগ্রহ গড়তে পারেননি। রিজান আউট হয়েছেন ৩০ রান করে। ৩৭ রান এসেছে মোহাম্মদ আব্দুল্লাহর ব্যাট থেকে। শেষ পর্যন্ত ৪৪ বলে ৩৮ রান করে অপরাজিত ছিলেন ফয়সাল হাসান। ১৩ বলে ৩৪ রানের ক্যামিও খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন দেবাশিষ সরকার। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন মাশাভা।