২০১৪ সালের স্বপ্ন পূরণ করে বিজয়ের ৫০তম সেঞ্চুরি, গাজীর জয়

বাংলাদেশ
২০১৪ সালের স্বপ্ন পূরণ করে বিজয়ের ৫০তম সেঞ্চুরি, গাজীর জয়
গাজী গ্রুপের জার্সিতে এনামুল হক বিজয়, বিসিবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
‘২০২৫ ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০টা’—২০১৪ সালে নিজের ডায়েরির পাতায় লিখে রেখেছিলেন এনামুল হক বিজয়। কদিন আগেই নিজের সেই লক্ষ্যের কথা জানিয়ে ফেসবুক পেজে একটি পোস্ট করেছিলেন ডানহাতি এই ব্যাটার।

শৈশবের সেই লক্ষ্য ঠিকই পূরণ করেছেন এই তারকা ব্যাটার। ২০২৫ সালেই তিনি তিন সংস্করণ মিলিয়ে ৫০তম সেঞ্চুরি স্বাদ পেয়েছেন। বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে গাজী গ্রুপের অধিনায়ক ছক্কা মেরে এদিন মাইলফলকে পৌঁছেছেন।

স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটা এ বছরের জানুয়ারি থেকেই তার দখলে। এবার সেঞ্চুরির হাফ সেঞ্চুরি করে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন বিজয়। এ বছরের শুরুতে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন নাইম ইসলামকে।

এদিন লিজেন্ডস অব রূপগঞ্জের পেসার শরিফুল ইসলামকে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে ছক্কা মেরে বিজয় তুলে নিয়েছেন ক্রিকেট ক্যারিয়ারের ৫০তম সেঞ্চুরি। তার সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেট ও ২ ওভার হাতে রেখেই রূপগঞ্জকে হারিয়েছে গাজী।

এই ম্যাচে আগে ব্যাট করে ২২৩ রানে অল আউট হয় রূপগঞ্জ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে সাদিকুর রহমানকে নিয়ে ওপেনিংয়ে ৮১ রান যোগ করেন বিজয়। সাদিকুর আউট হয়েছেন ৩৬ রান করে। এরপর শামসুর রহমান আউট হয়ে যান মাত্র ১৭ রান করে।

সাব্বির হোসেনও বেশিক্ষণ থিতু হতে পারেননি। তার ব্যাট থেকে এসেছে ৩৩ বলে ১৮ রানের ইনিংস। এরপর সালমান হোসেন ইমনকে নিয়ে বাকি সময়টা পাড়ি দিয়েছেন বিজয়। এই ওপেনার ১০৫ বলে ১০ চার ও ১ ছক্কায় অপরাজিত ছিলেন ১১০ রানে।

সালমান ৩৪ বলে ৩৮ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। রূপগঞ্জের বোলারদের মধ্যে দুটি উইকেট নেন মেহেদী হাসান। আর একটি উইকেট গেছে সৌম্য সরকারের ঝুলিতে। এর আগে এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল রূপগঞ্জ।

ওপেনিং জুটিতে সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম ১০১ রান যোগ করলেও এরপর তারা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। দলটির হয়ে সর্বোচ্চ ৫৩ বলে ৬৮ রান করেছেন ওপেনার তানজিদ। এ ছাড়া ৫৫ বলে ৫২ রান করেন সাইফ।

আফিফ হোসেনের ৩২ ছাড়া আর কেউই ত্রিশের উপরে রান করতে পারেননি। গাজীর হয়ে একাই ৫ উইকেট নেন পারভেজ হোসেন জীবন। দুটি উইকেট নেন ওয়াসি সিদ্দিকী। আর একটি করে উইকেট গেছে লিয়ন ইসলাম, আব্দুল গাফফার ও আবু হাসিমের ঝুলিতে।

আরো পড়ুন: এনামুল হক বিজয়