promotional_ad

তামিমকে দেখতে হাসপাতালে মুশফিক-মিরাজরা

মুশফিকুর রহিম,  মাহমুদউল্লাহ রিয়াদ ও হাসান মিরাজ
বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে মোহামেডান। তবে দলের জয় সামনে থেকে দেখা হয়নি তামিম ইকবালের। দল যখন জয় তুলে নিয়েছে তামিম তখন হাসপাতালের বিছানায়। এদিন ম্যাচ খেলতে গিয়েই বুকে ব্যথা অনুভব করেন এই বাঁহাতি ব্যাটার।

promotional_ad

টসের পর থেকেই অস্বস্তি বোধ করছিলেন তিনি। শুরুতে গ্যাসের সমস্যা মনে হলেও পরবর্তীতে তামিমের ব্যথা বাড়তে থাকে। তখন বিকেএসপির কাছের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে পাঠানো হয় তাকে। এ সময় বিকেএসপির চিকিৎসকও তাঁদের সাহায্য করেন। 


আরো পড়ুন

দেশে ফিরেই মিরপুরে তামিম

১২ এপ্রিল ২৫
ফাইল ছবি

এরপর তামিমকে ছাড়াই ম্যাচ খেলতে নামে মোহামেডান। সেই সময় হাসপাতালে তামিমের ইসিজিসহ বেশ কিছু পরীক্ষা করা হয়। তখনও তার শারীরিক অবস্থা ছিল অজানা। ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সও উড়িয়ে আনা হয় বিকেএসপিতে। তবে এয়ার এম্বুলেন্সে ওঠার আগেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।


promotional_ad

এরপর দ্রুত আবারও তাকে কেপিজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তামিমের হার্টে একটি ব্লক ধরা পড়ে। তার এনজিওগ্রাম, অ্যানজিওপ্লাস্টি ও স্টেন্ট করানো হয়। এরপর চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। এরপর অবশ্য তামিমের জ্ঞান ফিরেছে। এমনকি পরিবারের সদস্য ও সতীর্থ ক্রিকেটারদের সঙ্গেও কথা বলেছেন তিনি।


আরো পড়ুন

অধিনায়ক হতে রাজী থাকলেও আপাতত শান্তকে সাপোর্ট করতে চান মিরাজ

১১ এপ্রিল ২৫
ক্রিকফ্রেঞ্জি

তামিমকে দেখতে মোহামেডানের ম্যাচ শেষে হাসপাতালে ছুটে গিয়েছিলেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ ও তাইজুল ইসলামরা। বিসিবির পূর্ব নির্ধারিত সভা বাতিল করে হাসপাতালে হাজির হন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও বিসিবি কর্মকর্তা নাজমুল আবেদীন ফাহিমসহ আরও অনেকে। তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা ও তামিমের ভাই নাফিস ইকবাল সেখানে উপস্থিত আছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball