তামিমকে দেখতে হাসপাতালে মুশফিক-মিরাজরা

ছবি: মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও হাসান মিরাজ

টসের পর থেকেই অস্বস্তি বোধ করছিলেন তিনি। শুরুতে গ্যাসের সমস্যা মনে হলেও পরবর্তীতে তামিমের ব্যথা বাড়তে থাকে। তখন বিকেএসপির কাছের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে পাঠানো হয় তাকে। এ সময় বিকেএসপির চিকিৎসকও তাঁদের সাহায্য করেন।
জেলা-বিভাগে ক্রিকেটে উন্নতি না করলে তার বোর্ডে আসা প্রয়োজন নেই: তামিম
৩ মে ২৫
এরপর তামিমকে ছাড়াই ম্যাচ খেলতে নামে মোহামেডান। সেই সময় হাসপাতালে তামিমের ইসিজিসহ বেশ কিছু পরীক্ষা করা হয়। তখনও তার শারীরিক অবস্থা ছিল অজানা। ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সও উড়িয়ে আনা হয় বিকেএসপিতে। তবে এয়ার এম্বুলেন্সে ওঠার আগেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

এরপর দ্রুত আবারও তাকে কেপিজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তামিমের হার্টে একটি ব্লক ধরা পড়ে। তার এনজিওগ্রাম, অ্যানজিওপ্লাস্টি ও স্টেন্ট করানো হয়। এরপর চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। এরপর অবশ্য তামিমের জ্ঞান ফিরেছে। এমনকি পরিবারের সদস্য ও সতীর্থ ক্রিকেটারদের সঙ্গেও কথা বলেছেন তিনি।
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে জাদেজার ঘাড়ে মিরাজের নিঃশ্বাস
৬ ঘন্টা আগে
তামিমকে দেখতে মোহামেডানের ম্যাচ শেষে হাসপাতালে ছুটে গিয়েছিলেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ ও তাইজুল ইসলামরা। বিসিবির পূর্ব নির্ধারিত সভা বাতিল করে হাসপাতালে হাজির হন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও বিসিবি কর্মকর্তা নাজমুল আবেদীন ফাহিমসহ আরও অনেকে। তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা ও তামিমের ভাই নাফিস ইকবাল সেখানে উপস্থিত আছেন।