promotional_ad

বিপিএলের মান উন্নয়ন নিয়ে রাজিন-নাফিস-আশরাফুলদের সঙ্গে বিসিবির বৈঠক

সাবেক অধিনায়কদের সঙ্গে ফারুক আহমেদের বৈঠক, ক্রিকফ্রেঞ্জি
শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের সাবেক অধিনায়কদের নিয়ে বৈঠকে বসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। মূলত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) মতো টুর্নামেন্টগুলোর মান বাড়ানো নিয়ে অধিনায়কদের সঙ্গে আলোচনা করেছেন ফারুক।

promotional_ad


শেষবারের বিপিএল ছিল অনিয়মে ভরপুর। সঠিক সময়ে ক্রিকেটারদের বেতন পাওয়া, ভালো মানের বিদেশি ক্রিকেটারের অভাব থেকে শুরু করে বেশ কিছু সমস্যার মধ্যে দিয়ে সময় পার করে বিসিবি।


আরো পড়ুন

‘নাবিক’ মুশফিককে বিদায়ী সংবর্ধনা দেবে বিসিবি

৮ মার্চ ২৫
অবসরের পরদিন সতীর্থদের নিয়ে মিরপুরে কেক কেটেছেন মুশফিকুর রহিম, ক্রিকফ্রেঞ্জি

এনসিএল অবশ্য বেশ সফলতার সঙ্গেই শেষ করে বিসিবি। তবে চারদিনের এনসিএলের সময়সূচি কিছুটা বিতর্কিত। বৃষ্টির মৌসুম এড়িয়ে কীভাবে এনসিএল আয়োজন করা যায় সেটা নিয়েও সাবেক অধিনায়কদের পরামর্শ নেন ফারুক।


এই ব্যাপারে শাহরিয়ার নাফিস বলেন, 'মাননীয় বোর্ড সভাপতি বিগত বা বর্তমান সুয়ে বাংলাদেশ দলে যারা অধিনায়কত্ব করেছেন তাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। শুভেচ্ছা বিনিময় এবং মত বিনিময় একটা সভা ছিল। এখানে বিপিএল বা অন্যান্য ঘরোয়া টুর্নামেন্ট নিয়ে কথা হয়েছে। বোর্ড সভাপতি অধিনায়কদের সাথে বিপিএল বা এসব টুর্নামেন্ট কীভাবে আরও উন্নতি করা যায়, আকর্ষণীয় করা যায় সেটা নিয়ে কথা বলেছেন। অধিনায়করাও এই ব্যাপারে সুচিন্তিত মতামত ব্যক্ত করেছেন। আলোচনা ফলপ্রসু ছিল।'



promotional_ad

একই ব্যাপারে আরেক সাবেক অধিনায়ক রাজিন সালেহ বলেন, 'আমাদের কথা ছিল বিপিএল কীভাবে আরও ডেভেলপ করা যায়, সূচিটা কীভাবে আপডেট করা যায়। এনসিএল টি-টোয়েন্টি কখন শুরু করলে আমরা পুরোপুরি কাজে লাগাতে পারব টুর্নামেন্টটা। বিপিএলে আগামীতে যেন আরও ভালো ফ্র্যাঞ্চাইজি আসে, ভালো টুর্নামেন্ট কীভাবে হবে, ভালো বিদেশি ক্রিকেটাররা আসবে, কখন তাদের পাব, ওসব নিয়ে কথা বলা হয়েছে।"'


বিসিবি সভাপতির এই বৈঠকে আমন্ত্রিত ছিলেন সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা, রকিবুল হাসান, গাজী আশরাফ হোসেন লিপু, মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার, রাজিন সালেহ, শাহরিয়ার নাফীস, আকরাম খান, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ আশরাফুল, খালেদ মাহমুদ সুজন, মুমিনুল হক, তামিম ইকবাল আর লিটন দাস।


সাকিব আল হাসান দেশে নেই। রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় মাশরাফি বিন মর্তুজা এবং নাইমুর রহমান দুর্জয়কে আমন্ত্রণ জানানো হয়নি। আমন্ত্রিত অতিথিদের সকলেই অবশ্য উপস্থিত হতে পারেননি। এই ব্যাপারে বিসিবিকে জানিয়েছেন তারা।



জানা গেছে, উক্ত সভায় উপস্থিত ছিলেন গাজী আশরাফ হোসেন লিপু, মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান, হাবিবুল বাশার সুমন, মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফীস, মুমিনুল হক আর লিটন দাস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball