বাংলাদেশকে গ্রুপে দেখে ভয় পাবে অস্ট্রেলিয়া: সুমাইয়া
ছবি: গণমাধ্যমে কথা বলছেন সুমাইয়া আক্তার, ক্রিকফ্রেঞ্জি
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এবারের আসরে ‘ডি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। যেখানে অস্ট্রেলিয়া ছাড়াও তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড এবং বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দল। বিশ্বকাপে খেলতে মালয়েশিয়া যাওয়ার আগে শ্রীলঙ্কাতে প্রস্তুতি হিসেবে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলের সঙ্গে চারটি টি-টোয়েন্টি খেলবেন সুমাইয়ারা।
৩-৯ জানুয়ারি হতে যাওয়া সিরিজটি খেলতে আজই দেশ ছাড়ছেন বাংলাদেশের মেয়েরা। সেই সিরিজ শেষে বিশ্বকাপে গিয়ে ১৮ জানুয়ারি বাছাইপর্ব পেরিয়ে আসা দল, ২০ জানুয়ারি অস্ট্রেলিয়া এবং ২২ জানুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন বাংলাদেশের মেয়েরা।
দেশ ছাড়ার আগে সুমাইয়া বলেন, 'আসলে আমাদের দল বেশ ভালো আলহামদুলিল্লাহ। আমরা যদি আমাদের ভূমিকা পালন করতে পারি তাহলে (ভালো কিছুই হবে)... আমি জানি আমাদের শক্তির জায়গা কোনটি। আমরা যদি আমাদের শক্তির জায়গা নিয়ে লড়াই করি তাহলে দিন শেষে ভালো কিছুই হবে।'
'আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে অস্ট্রেলিয়া হোক, যে-ই হোক আমরা আমাদের খেলাটা খেললে আমরা মনে করি না যে অস্ট্রেলিয়ার বিপক্ষে... ওরা অন্তত ভয় পাবে যে আমরা বাংলাদেশ টিমের যে গ্রুপ, ওই গ্রুপে পড়ছি। মালয়েশিয়ায় যেহেতু আমরা খেলেছি, ওখান থেকে আমরা সুবিধা পাব।'
কদিন আগেই মালয়েশিয়ার কুয়ালালামপুরের বেউয়েমাস ওভালে অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ জয়ের সুযোগ ছিল বাংলাদেশের মেয়েদের। তবে বাজে ব্যাটিংয়ের কারণে ভারতের বিপক্ষে ফাইনাল হারায় ট্রফি উঁচিয়ে ধরা হয়নি সুমাইয়াদের।
বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ স্কোয়াড- সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা, ফাহমিদা ছোয়া, ফারিয়া আক্তার, হাবিবা ইসলাম পিংকি, জান্নাতুল ইসলাম মাওয়া, জুয়াইরিয়া ফেরদৌস, লাকি খাতুন, আনিসা আক্তার সোবা, মোসাম্মত ইভা, ফারজানা ইয়াসমিন, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, সাদিয়া আক্তার ও সাদিয়া ইসলাম।
স্ট্যান্ডবাই- আশরাফি ইয়াসমিন অর্থী, লেকি চাকমা, আরভিন তানি, মেহেরুন্নেসা।