২০২৫ সালে বাংলাদেশের যত খেলা
ছবি: বাংলাদেশ দল, ফাইল ফটো
বছরের শুরু থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে ব্যস্ত থাকতে দেখা যাবে ক্রিকেটারদের। এরপর ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য পাকিস্তান যাবে নাজমুল হোসেন শান্তর দল। এই আসরে ভারতের ম্যাচগুলো হবে দুবাইতে, ভারত ফাইনালে উঠলে সেটাও হবে দুবাইতে।
মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করে এসে কিছুটা বিশ্রামের সুযোগ পাবেন ক্রিকেটাররা। তারপর এপ্রিল থেকে আবারও ব্যস্ততা শুরু হবে টাইগারদের। সে মাসেই ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ খেলবে বাংলাদেশ। তারপর এক মাস বিরতিতে থাকবে জাতীয় দলের ক্রিকেটাররা।
এরপর জুনে অ্যাওয়ে সিরিজ খেলতে বাংলাদেশ দল আবারও পাড়ি জমাবে পাকিস্তান। পাকিস্তান সফর শেষ করে দেশে ফিরে জুলাই মাসে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। দেশে ফিরে বিশ্রামের খুব বেশি সুযোগ নেই।
আগস্টে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। এরপর আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপে অংশ নিবে বাংলাদেশ। তারপর অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে খেলার কথা রয়েছে বাংলাদেশের। এই সিরিজটি ঘরের বাইরে, তবে এর সময় চূড়ান্ত নয়।
একই মাসে বাংলাদেশ ঘরের মাঠে ওয়েস্ট উইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলবে। তারপর নভেম্বরে ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজ দিয়ে শেষ হবে বাংলাদেশ জাতীয় দলের এবারের বছর। এই বছরের ৯ জুন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে, বাংলাদেশ এখানে কেবলই দর্শক।