হামজা ও মিরাজের সঙ্গে এক স্বর্ণালী সন্ধ্যায়
প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেল প্রেমিসিসে যখন পৌঁছালাম, সুনসান নীরবতা চারপাশজুড়ে। কিন্তু হোটেল লবিতে ঢুকতেই চোখে পড়ল ভিন্ন চিত্র। লবিজুড়ে উৎসবের আমেজ। বিভিন্ন জায়গায় তিন-চারজনের দল বসে কফি কাপে চুমুকের সঙ্গে তুমুল আড্ডা জমিয়ে তুলুছে। বাইরের প্রকৃতিতে ছড়িয়ে পড়েছে কুয়াশার প্রলেপ। মৃদুমন্দ শীতল সমীরণ। আড্ডার যুৎসই পরিবেশ সম্ভবত একেই বলে। অথচ আমার দলে আমি একা।