
বাংলাদেশের পেস বিপ্লবে মুগ্ধ স্টুয়ার্ট ল
একটা সময় মানসম্পন্ন পেসারের জন্য হাপিত্যেশ করা বাংলাদেশ সাম্প্রতিক সময়ে হয়ে উঠেছে পেসারদের কারখানা। সবশেষ কয়েক বছরে পেসারদের পরিবর্তনে ‘পেস বিপ্লব’ও হয়ে গেছে দেশের ক্রিকেটে। মুস্তাফিজুর রহমানের সঙ্গে দলের কাণ্ডারি হয়ে উঠেছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিবরা। বাংলাদেশের পেসারদের এমন পরিবর্তনে মুগ্ধ হয়েছেন স্টুয়ার্ট ল।