
বিপিএলে খুলনার হয়ে খেলবেন সালমান
৩০ ডিসেম্বর মাঠের ক্রিকেট দিয়ে পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের। টুর্নামেন্ট শুরু হতে মাত্র দিন পাঁচেক বাকি থাকলেও এখনও দল গোছানোয় ব্যস্ত সময় পার করছে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। চলতি সপ্তাহে মোহাম্মদ হারিস ও রায়ান বার্লকে দলে নিয়ে স্কোয়াডের শক্তি বাড়িয়েছে দুর্বার রাজশাহী।