বাংলাদেশ সিরিজ স্থগিত করে শ্রীলঙ্কাকে ডেকে আনছে ভারত
তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে আগামী ডিসেম্বরে ভারত সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ নারী দলের। তবে সরকারের অনুমোদন না পাওয়ায় নিগার সুলতানা জ্যোতিদের বিপক্ষে সিরিজটি স্থগিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। একই সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত।