নান্নু-রাজ্জাকদের হেসেখেলে হারাল আশরাফুল-রফিকরা বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ১৬ ডিসেম্বরের বিশেষ ম্যাচে মিনহাজুল আবেদীন নান্নু ও আব্দুর রাজ্জাকদের শহীদ জুয়েল একাদশকে ৩৮ রানে হারিয়েছে মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন শহীদ মুশতাক একাদশ।