
‘কাঁদা ছোঁড়ার দিকে যেতে চাই না’ বলে বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাদল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাধারণ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ৬ অক্টোবর। তবে এর আগে নানা নাটকীয়তার মধ্যে দিয়ে যাচ্ছে নির্বাচনী পরিস্থিতি। এবার বিসিবি নির্বাচন থেকে নাম সরিয়ে নিলেন লেজেন্ডস অব রূপগঞ্জের চেয়ারম্যান লুৎফর রহমান বাদল। তার সঙ্গে মনজুর আলম এবং হাসিবুল আলমও নাম সরিয়ে নিয়েছেন।