নতুন ভূমিকায় শ্রীলঙ্কার ক্রিকেটে মালিঙ্গা
দুই দফায় শ্রীলঙ্কার ক্রিকেটের সঙ্গে ‘বোলিং স্ট্রাটেজি কোচ’ হিসেবে কাজ করেছেন লাসিথ মালিঙ্গা। ২০২২ সালের জুনের পর আবারও দেশটির ক্রিকেটের সঙ্গে যুক্ত হলেন সাবেক তারকা পেসার। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পেসারদের নিয়ে কাজ করতে পেস বোলিং পরামর্শক হিসেবে দায়িত্ব পেয়েছেন মালিঙ্গা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।