
নির্ধারিত সময়ে বিপিএল আয়োজনে চেষ্টার কমতি রাখবে না বিসিবি
বিসিবি নির্বাচন শেষে নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেয়ার পর সবচেয়ে বেশি আলোচনা বিপিএল নিয়ে। পূর্ব নির্ধারিত সময় আগামী ডিসেম্বর-জানুয়ারিতেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই আসর আয়োজন করতে চায় বিসিবি। নতুন কমিটির সভা শেষে এমনটাই জানিয়েছিলেন বিপিএলের সদস্য সচিবের দায়িত্ব পাওয়া ইফতেখার রহমান মিঠু।