
সিরিজ শুরুর আগেই ছিটকে গেলেন ফোর্ড
পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন ম্যাথু ফোর্ড। বুধবার ওয়েস্ট ইন্ডিজের অনুশীলনে তিনি কাঁধে চোট পেয়েছেন। এরপর দ্রুতই তার এক্স-রে করানো হয়। সেখানে তার কাঁধে গুরুতর চোট দেখা গেছে।
পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন ম্যাথু ফোর্ড। বুধবার ওয়েস্ট ইন্ডিজের অনুশীলনে তিনি কাঁধে চোট পেয়েছেন। এরপর দ্রুতই তার এক্স-রে করানো হয়। সেখানে তার কাঁধে গুরুতর চোট দেখা গেছে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ম্যাথু ফোর্ডের কাজটা বোলিংয়ে। ক্যারিবীয়দের জার্সিতে ৯ ওয়ানডেতে ১৬ উইকেট নেয়া ফোর্ড তাই ব্যাটিংয়ে মেরেছেন পাঁচটি ছক্কা। অথচ আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলে ফোর্ড এক ম্যাচেই মারলেন ৮ ছক্কা। পাশাপাশি মাত্র ১৬ বলে হাফ সেঞ্চুরি করে নাম লেখালেন ওয়ানডে ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরিয়ান হিসেবে। ফোর্ডের সঙ্গে সমান বল খেলে হাফ সেঞ্চুরি করার কীর্তি আছে কেবল এবি ডি ভিলিয়ার্সের।