
পিসিবির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন ইউসুফ
পাকিস্তানের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমীর কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। এর মধ্যে দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে সব সম্পর্ক শেষ করলেন তিনি।
পাকিস্তানের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমীর কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। এর মধ্যে দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে সব সম্পর্ক শেষ করলেন তিনি।
২০২৪ সালের সেপ্টেম্বরে পাকিস্তানের নির্বাচক কমিটির দায়িত্ব ছাড়লেও পিসিবির হাই পারফরম্যান্স সেন্টারের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন মোহাম্মদ ইউসুফ। কয়েক মাসের ব্যবধানে পাকিস্তান জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বও পেলেন তিনি। নিউজিল্যান্ড সফরে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন ইউসুফ।