
সমালোচনার চেয়ে রাজশাহীর পারফরম্যান্সের পাল্লা ভারী, দাবি মেহরাব অপির
মাঠের পারফরম্যান্সের চেয়ে মাঠের বাইরের সমালোচনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে দুর্বার রাজশাহী। সময় মতো ক্রিকেটারদের পারিশ্রমিক বুঝিয়ে দিতে না পারায় সমালোচনার যেন শেষ নেই। তবে সেরা চারের দৌড়ে ভালোভাবে টিকে থাকা রাজশাহীর মাঠের বাইরের সমালোচনার চেয়ে পারফরম্যান্সের পাল্লাই নাকি ভারী! এমন দাবি করেছেন মেহরাব হোসেন অপি।