
মেয়েদের আইপিএলে অধিনায়ক ল্যানিংয়ের 'হ্যাটট্রিক' হার
টেলিভিশন ক্যামেরাও মেগ ল্যানিংকে যতবার দেখানো হতচ্ছিল, ততবারই তার চোখে মুখে ফুটে উঠছিল হতাশা। অবশ্য এই হতাশা ফুটে ওঠা যে অস্বাভাবিক কিছু নয়। কারণ এই অস্ট্রেলিয়ান যে আরও একবার ফাইনালে গিয়ে পরাজয় নিয়ে মাঠ ছেড়েছেন।