বিপিএল মাতাতে আসছেন আমির-মঈন-মেন্ডিস
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন মৌসুমে সিলেট টাইটান্সের হয়ে খেলবেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। দলটির হয়ে খেলার কথা রয়েছে শ্রীলঙ্কার ওপেনার কুশল মেন্ডিসের।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন মৌসুমে সিলেট টাইটান্সের হয়ে খেলবেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। দলটির হয়ে খেলার কথা রয়েছে শ্রীলঙ্কার ওপেনার কুশল মেন্ডিসের।
আন্তর্জাতিক ক্রিকেটে রবীন্দ্র জাদেজাকে টপকে অনেকবারই আইসিসির অলরাউন্ড র্যাঙ্কিংয়ে শীর্ষে পৌঁছেছেন সাকিব আল হাসান। যেকোনো ফরম্যাটে শ্রেষ্ঠত্বের প্রমাণ বহুবার দিয়েছেন তিনি। ব্যতিক্রম নন জাদেজাও। তুলনামূলক বড় দলের সঙ্গে পারফর্ম করে সবসময় আলোচনায় ছিলেন ভারতের এই অলরাউন্ডার।
২০১৪ সালে প্রয়াত নিউজিল্যান্ড ব্যাটার মার্টিন ক্রো প্রথম ‘ফ্যাব ফোর’ শব্দটি ব্যবহার করেছিলেন। তিনি বিরাট কোহলি, স্টিভ স্মিথ, জো রুট ও কেন উইলিয়ামসনকে সময়ের সেরা ব্যাটিং মহারথী হিসেবে চিহ্নিত করতেই এই শব্দটি ব্যবহার করেছিলেন। এরপর যখনই এই চারজন ব্যাটারের তুলনা এসেছে সেই সঙ্গে চলে এসেছে ফ্যাব ফোর প্রসঙ্গ।
রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলেননি সুনীল নারিন। আর তার জায়গায় সুযোগ পেয়েই বাজিমাত করেন কলকাতা নাইট রাইডার্সের ইংলিশ রিক্রুট মঈন আলী। বরুণ চক্রবর্তীর সঙ্গে বোলিংয়ে দারুণ জুটি গড়েছেন তিনি। আগামীতেও বরুণের সঙ্গে বোলিংয়ে জুটি গড়তে চান তিনি।
আইপিএলের নিলাম থেকে হ্যারি ব্রুককে দলে ভিড়িয়েছিল দিল্লি ক্যাপিটালস। টুর্নামেন্ট শুরুর আগে হুট করেই এই ক্রিকেটার এই ফ্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। আইপিএলের নিয়ম অনুযায়ী এই ইংলিশ ক্রিকেটারকে ২ বছরের জন্য নিষিদ্ধ করেছে বিসিসিআই।
পাকিস্তান মানেই পেস বোলারদের স্বর্গরাজ্য। ইতিহাস বলে, বিশ্বের সেরা সেরা পেস বোলাররা এখান থেকেই উঠে আসেন। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, শোয়েব আক্তারদের মতো পেসাররা খেলেছেন দেশটির হয়ে। তবে সেই সময় এখন অতীত বললেন সাবেক ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলি।