ঢাকার অভিযোগ অস্বীকার করল বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট
‘অ্যান্টি করাপশন ইউনিট আইসিসির গাইডলাইনও মানছে না।’ রহমানউল্লাহ গুরবাজ ও সাইফ হাসানের ঘটনার উদাহরণ দিয়ে বিসিবির ইন্টেগ্রিটি ইউনিটের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন আতিক ফাহাদ। যদিও ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহীর এমন অভিযোগ অস্বীকার করেছে বিসিবির ইন্টেগ্রিটি ইউনিট। বিসিবির পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, কোন ক্রিকেটার কিংবা ফ্র্যাঞ্চাইজির অধিকার লঙ্ঘন করা হয়নি।