পূর্বাচল স্টেডিয়ামের মাটি চুরি, স্বাধীন তদন্ত কমিটি গঠনের প্রস্তাব পাইলটের
২০৩১ বিশ্বকাপকে সামনে রেখে পূর্বাচলে স্টেডিয়াম নির্মানের পরিকল্পনা অনেক বছরের। তবে অদৃশ্য কারণে সেখানে কোনো কাজেরই তেমন অগ্রগতি হয়নি। অব্যবস্থাপনার কারণে এই নির্মাণাধীন স্টেডিয়ামের ২০ হাজার সেপটিক কেনা মাটি থেকে ১৩ হাজার সেপটিক চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।