
এসএ২০ লিগের নিলামে ভারতের ১৩ ক্রিকেটার, পাকিস্তানের ৪০
চলতি বছরের ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এসএ২০ লিগের চতুর্থ আসরের নিলাম। সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২০-এর নিলামের জন্য নিবন্ধন করেছেন ৭৮৪ জন ক্রিকেটার। সেই তালিকায় পাকিস্তানের ৪০ ও ইংল্যান্ডের ১৫০-এর বেশি ক্রিকেটারের সঙ্গে আছেন ভারতের ১৩ জন। এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।