
‘২-১ সপ্তাহে পাওয়ার হিটিং শেখা যাবে না’
পাওয়ার হিটিংয়ের ঘাটতি কাটিয়ে উঠতেই এশিয়া কাপের আগে জুলিয়ান রস উডকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের আগে লিটন দাস, জাকের আলী অনিকম তানজিদ হাসান তামিম ও শামীম হোসেন পাটোয়ারিদের সঙ্গে কাজ করছেন ইংলিশ এই কোচ। ২৮ দিনের চুক্তিতে বাংলাদেশে আসা জুলিয়ান জানালেন, পাওয়ার হিটিং পুরোপুরি একটা প্রক্রিয়ার বিষয়। দুই কিংবা এক সপ্তাহের মধ্যেই পাওয়ার হিটিং পুরোপুরি আয়ত্ত্ব করা যে সম্ভব নয় সেটাও মনে করিয়ে দিলেন তিনি।