বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানডে দলে দিলশান মাদুশঙ্কা
২০২৪ সালের নভেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন দিলশান মাদুশঙ্কা। তবে বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরের দলে ছিলেন না বাঁহাতি এই পেসার। এমনকি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজেও সুযোগ মেলেনি মাদুশঙ্কার। কয়েকমাস পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে জাতীয় দলের হয়ে ৫০ ওভারের ক্রিকেট খেলার সুযোগ হচ্ছে বাঁহাতি এই পেসারের।