
ডাক্তার বা আর্মি হতে না পারার আক্ষেপ থেকেই লেগ স্পিনার তুবা
দেশের প্রতি ভালোবাসা ও মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে পাকিস্তানের সেবা করতে চেয়েছিলেন তুবা হাসান। পড়াশোনার শুরুর দিকটায় ডাক্তার বা আর্মি হওয়ার শখ ছিল পাকিস্তানের এই লেগ স্পিনারের। তবে গলিতে খেলতে খেলতে ক্রিকেটের প্রতি আলাদা আবেগ কাজ করতে শুরু করে তার। ক্রিকেটীয় পরিবার হওয়ায় বাবাসহ অন্যদের সমর্থনটাও পেয়েছিলেন তুবা। এরপর থেকেই ক্রিকেটের শুরু।