
সিরিজ জিততে ‘জানপ্রাণ দিয়ে’ লড়বে শ্রীলঙ্কা
শ্রীলঙ্কা-বাংলাদেশের মধ্যকার সিরিজ বর্তমানে ১-১ ব্যবধানে সমতায়। পাল্লেকেলেতে হতে যাওয়া শেষ ওয়ানডেটি তাই দুই দলের জন্যই রূপ নিয়েছে ফাইনালে। সিরিজ জয়ে চোখ রাখছে বাংলাদেশ। ব্যতিক্রম নয় শ্রীলঙ্কাও। তবে সিরিজ জয়ের কথা ভেবে নিজেদের চাপে ফেলতে চাইছে না স্বাগতিকরা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সেই বার্তাই দিয়েছেন দলের ব্যাটিং কোচ তিলিনা কান্দাম্বি।