সৌম্য-মেহেদীর ব্যাটে খুলনার জয়, তানভির-মিশুর বোলিংয়ে জিতল বরিশাল
তৃতীয় দিনের শেষ বিকেলে বিনা উইকেটে ৫২ রান তুলে কাজটা এগিয়েই রেখেছিলেন অমিত মজুমদার ও সৌম্য সরকার। অমিত না পারলেও দারুণ ব্যাটিংয়ে প্রথম ইনিংসের মতো হাফ সেঞ্চুরি পেলেন দ্বিতীয় ইনিংসেরও। সৌম্যর ৭১ রানের ইনিংস খেলোর দিনে ৭ চার ও এক ছক্কায় শেখ মেহেদী করেছেন ৪৯ বলে অপরাজিত ৫০ রান। অফ স্পিনার নাঈম হাসানের ৫ উইকেটের পরও চট্টগ্রামের বিপক্ষে জয় পেয়েছে খুলনা বিভাগ। প্রথম তিন রাউন্ডে খুলনার এটি দ্বিতীয় জয়।