
মনোবিদ স্কটের বিকল্প খুঁজছে বিসিবি
আগষ্টের প্রথম সপ্তাহেই বাংলাদেশের মনোবিদ হিসেবে যোগ দেয়ার কথা ছিল ডেভিড স্কটের। তিন সপ্তাহের ক্যাম্প শেষে নেদারল্যান্ডস সিরিজে খেলার দুয়ারে বাংলাদেশ। তবে এখনো পর্যন্ত দলের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি। এশিয়া কাপের আগে যোগ দিতে পারবেন সেটার সম্ভাবনাও নেই। এমনকি ইতোমধ্যে স্কটের বিকল্প খুঁজতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বস্ত একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে।