
ল্যাঙ্গারের প্রতি এখনও কৃতজ্ঞ শর্ট
২০১১ সালের ডিসেম্বরে প্রথম স্টেড ওয়ানডে ম্যাচ খেলার পরের ছয় বছরে শর্ট ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে মাত্র ১৯টি ম্যাচ এবং ২৫টি টি-টোয়েন্টি খেলতে পেরেছিলেন। সব মিলিয়ে শর্টের ক্যারিয়ারই যেন এক জায়গায় থমকে গিয়েছিল। তবে একটি ফোন কলেই ক্যারিয়ারের পুনর্জীবন পান এই ওপেনার।