
ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে খেলার প্রস্তাব পেয়েছেন শরিফুল
গত বছরের জুলাইয়ে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি খেলতে গিয়ে চোট নিয়ে ফিরেছিলেন শরিফুল ইসলাম। বাঁহাতি পেসার বল হাতে ছন্দে নেই তখন থেকেই। প্রত্যাশিতভাবে পারফর্ম করতে না পারায় ডাক পড়েনি বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও। বাঁহাতি পেসারের চলমান বিপিএলের পারফরম্যান্সও ভালো-মন্দের মিশেলে। একটু একটু করে নিজেকে পুরনো রূপে ফিরে পাওয়ার মিশনে থাকা শরিফুলের নিজেকে প্রমাণের একটা বড় সুযোগ মিলতে পারে ইংল্যান্ডে।