
স্কটল্যান্ডকে বিদায় করে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বপ্ন দেখছে জার্সি
নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পাওয়া স্কটল্যান্ড আগের ম্যাচেই হেরেছে ইতালির কাছে। পরের ম্যাচে জর্জ মানজি, রিচি বেরিংটনরা হেরেছেন জার্সির বিপক্ষে। শেষ বলের রোমাঞ্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা স্কটল্যান্ডকে মাত্র এক উইকেটে হারিয়েছে জার্সি। ৪ ম্যাচে দুই জয়ে ৫ পয়েন্ট নিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছেন জন্টি জেনার, নিক গ্রিনউডের দেশ জার্সি।