
রশিদের চাইতেও কম বয়সে নেতৃত্ব দিয়ে ভুকুসিচের ইতিহাস
১৭ বছর বয়সেই জাতীয় দলের অধিনায়কত্ব করে অনন্য এক কীর্তি গড়েছেন ক্রোয়েশিয়ার জাক ভুকুসিচ। বয়স ১৮ বছর পূর্ণ হতে এখনো প্রায় দুই মাস বাকি থাকলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেশের নেতৃত্ব দিয়ে তিনি ঢুকে পড়েছেন ইতিহাসে।