গত এশিয়া কাপ থেকে পছন্দ মতো দল পাচ্ছি না: ট্রট
আফগানিস্তান জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন জনাথন ট্রট। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটেছে বলে জানা গেছে।
আফগানিস্তান জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন জনাথন ট্রট। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটেছে বলে জানা গেছে।
‘ভারতের পর আফগানিস্তান এশিয়ার দ্বিতীয় সেরা দল!’ গত দুই-এক বছরে আফগানিস্তানকে নিয়ে এমন মন্তব্য করেছেন অনেক। তবে এশিয়া কাপে ভালো করতে না পারায় একই ইস্যুতে আফগানিস্তানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রুপাত্মক মিম তৈরি হয়েছে। যদিও বাংলাদেশ সিরিজের আগে রশিদ খান জানিয়েছিলেন, তারা দাবি না করলেও আলোচনার স্বার্থে মিডিয়াই এমন কিছু তৈরি করেছে। আফগানিস্তান যে এশিয়ার দ্বিতীয় সেরা দল নয় সেটা স্বীকার করলেন জনাথন ট্রটও। তবে আফগানিস্তানের প্রধান কোচ এও বললেন, তাদের চাওয়া এশিয়ার দ্বিতীয় সেরা হয়ে ওঠা।
চ্যাম্পিয়ন্স ট্রফির খেলায় ইংল্যান্ডকে আট রানে হারানোর পর অস্ট্রেলিয়াকেও আগাম হুমকি দিয়ে রেখেছেন জনাথন ট্রট। ইংল্যান্ডের বিপক্ষে দারুণ এই জয়ের পর আফগানিস্তানকে হালকাভাবে নেবে না অস্ট্রেলিয়া, বিশ্বাস আফগানিস্তানের প্রধান কোচের।