
অনেকের রুটি-রুজির ব্যাপার আছে, ক্রিকেট বন্ধ হওয়া যাবে না: মিঠুন
সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন ২১ জন প্রার্থী। পরবর্তীতে নির্বাচন না পেছালে বাংলাদেশের সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ঢাকার দেয় ক্লাবগুলোর একাংশ। স্বাভাবিকভাবেই নির্বাচন না পেছানোয় নিজেদের অবস্থানে এখনো অনড় ক্লাবগুলো। যার ফলে সময় পেরিয়ে গেলেও এখনো মাঠে গড়াচ্ছে না তৃতীয় বিভাগ লিগ। এমন অবস্থায় বয়কট করা ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়শন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন।