
‘বিসিসিআইয়ের রাজনীতির শিকার রোহিত-কোহলি’
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। চলতি বছর আইপিএল চলাকালীন কয়েকদিনের ব্যবধানে দুজনে ছেড়েছেন টেস্ট ক্রিকেটও। টি-টোয়েন্টি থেকে অবসর নেয়া বোধগম্য হলেও অনেকেই তাদের দুজনের টেস্ট অবসর মানতে পারছেন না। ভারতের সাবেক পেসার কার্সন ঘাগড়ি মনে করেন, বিসিসিআইয়ের ভেতরের রাজনীতির শিকার হয়েই টেস্ট থেকে অবসর নিয়েছেন রোহিত ও কোহলি।